পুলিশের পোশাক পরে দুষ্কৃতকারীরা নিরীহ ছাত্রদের আক্রমণ করেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বৃহস্পতিবার (২৫ জুলাই) চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশের পোশাক পরে দুষ্কৃতকারীরা নিরীহ ছাত্রদের আক্রমণ করে আইনশৃঙ্খলা বাহিনী ওপর দোষ চাপানোর মতোও ঘটনা ঘটিয়েছে। ছাত্রদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিদেশ থেকেও উসকানি দেওয়া হয়েছে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশ দখল করতে বিদেশ থেকে উসকানি দেওয়া হয়েছে। সে উসকানিতে মির্জা ফখরুল বললেন, কোটা আন্দোলনের সঙ্গে বিএনপি আছে, সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কিন্তু এখন মির্জা ফখরুল বলছেন, এ আন্দোলনের সঙ্গে আমরা নেই, আমরা সমর্থন দিয়েছি, সম্পৃক্ত হইনি।’
মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘এতবড় অভিনেতা আমি কোনোদিন রাজনৈতিক অঙ্গনে দেখিনি।’
এর আগে বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন নৌ প্রতিমন্ত্রী।
পরে এক অনুষ্ঠানে বন্দরের ৬ হাজার ৭০০ শ্রমিকের মাঝে ১২ কেজি করে শুকনো খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।