The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪

সায়েন্সল্যাবে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, ককটেল বিষ্ফোরণ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছে।

এর আগে আমাদের সংবাদদাতা জানিয়েছিলেন, ইট পাটকেলের আঘাতে তিন জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এছাড়াও সেখানে পাঁচটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল।

এসময় বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা কলেজের দিক থেকে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

এসময় মিরপুর রোডের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.