একদফা সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ফের সংঘর্ষ চলছে। এ সময় পর পর ৫ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র (পিস্তল) তাক করতে দেখা গেছে।
ঘটনাস্থলে দেখা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান করে ইট-পাটকেল ছুঁড়ছেন। আর হলের ভেতরে অবস্থান করে ইটপাটকেল ছুঁড়ছেন আন্দোলনকারীরা।
এ সময় সড়কের মাঝে দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করা তরুণকে হেলমেট মাথায় দেখা গেছে। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কারও মন্তব্যও পাওয়া যায়নি।