কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আপাতত হল বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সঙ্গে প্রভোস্টদের বৈঠক শেষে গণমাধ্যমকে সোমবার (১৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্যার এফ রহমান হলের প্রভোস্ট রফিকুল ইসলাম।
তিনি বলেন, হগুলোকে শান্ত রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না। তবে শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এখনই হল বন্ধের কোন নির্দেশনা দেয়া হয়নি।
এর আগে বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনে বৈঠকে বসেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এই বৈঠক ঢাকা হয়।