ইবি প্রতিনিধি: সকল প্রকার সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সকল প্রকার কোটা সংস্কারের দাবি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে জড়ো হয়ে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ফটক খুলে পুলিশি বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে। শান্তিপূর্ণ ভাবে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর পুনরায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে অবস্থান করে কোটা বিরোধীরা।
কোটাবিরোধীদের মহাসড়কে অবস্থানের এক পর্যায়ে শাখা ছাত্রলীগের পূর্বঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা ; জনদূর্ভোগ তৈরী না করে ক্লাস পরীাক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ;অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভিতরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচী পালন করেন।
এর আগে ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের কর্মসূচীকে কেন্দ্র করে ইবি প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনের শেষ পর্যায়ে মুজিব ম্যুরাল প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ করতে দেখা যায় শিক্ষার্থীদের।