বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে। গত ১১ জুন (মঙ্গলবার) এই কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হামিম হোসেন রিয়াজ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মেহবুবা মৈত্রী। অন্যান্য সদস্যরা হলেন পান্থ মজুমদার (সহ-সভাপতি), সাফাতুন তুনাজ্জিনা সাইকি (যুগ্ম সম্পাদক), মোঃ ওয়াশিকুর রহমান (অর্থ সম্পাদক), তালহা বিন হাবিব (দপ্তর সম্পাদক), তৌফিকুল ইসলাম আশিক (সাংগঠনিক সম্পাদক), আতিক ইসরাক রিজভী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক), মোঃ সুমন মিয়া (ওসিএন প্রতিনিধি ),জয়ন্ত সরকার (এনএওই প্রতিনিধি), ওসামা বিন ফরিদ (পিএমএল প্রতিনিধি), মাজহারুল হক মাসুদ (এমএফএ প্রতিনিধি), মোঃ সামিউল ইসলাম প্রমি (এলএলবি প্রতিনিধি), মোঃ রাহাদ আলী সরকার (কার্যনির্বাহী সদস্য), তাসফিয়া তাবাচ্ছুম (কার্যনির্বাহী সদস্য), সাদিকুর রহমান সাদি (কার্যনির্বাহী সদস্য)।
নবগঠিত সমিতির সভাপতি হামিম হোসেন রিয়াজ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে দেশ বিদেশের অগণিত মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই যাত্রা। আমাদের এই নবনির্বাচিত কমিটি, বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে কাজ করবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা ও ক্যাম্পাস প্রতিনিধিদের মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করবে।”
সাধারণ সম্পাদক শেখ মেহবুবা মৈত্রী বলেন, “সাংবাদিকতার সাথে জড়িত ৫ বছর ধরেই, যদিও পরিচয় ছোট বেলা থেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঠিক ৬ মাস আগে আমি পত্রিকায় লিখালিখি শুরু করি। তখন থেকেই ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের আরো অনেকের সাথে পরিচয় হওয়া যাদের আমার মতই সাংবাদিকতার দিকে নজর রয়েছে। খুব তাড়াতাড়ি সম্ভব না হলেও, সেই ইচ্ছাটার বাস্তবায়ন সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। খুব ভালো একটা টিম নিয়ে আমাদের এসোসিয়েশনটি দাঁড় করানো হয়েছে। সামনে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আসবে। আশা করছি সাংবাদিক এসোসিয়েশনের মাধ্যমে মিডিয়ার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়, বোঝাপড়া এবং হৃদ্যতা বাড়বে।”
মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং সকল কার্যকলাপ নিয়ে সামনে আরো এগিয়ে যাবে বলে সবাই আশাবাদী।