The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ভারতের সংসদে ‘জয় শ্রীরাম’ এর জবাবে ‘আল্লাহু আকবার’ স্লোগান

ভারতের সংসদে লোকসভার নবনির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ। ক্ষমতাসীন বিজেপির এমপিরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে শুরু করলে জবাবে বিরোধী সংসদ সদস্যরা ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরই মধ্যে ব্যতিক্রম এক ঘটনা ঘটান পশ্চিমবঙ্গ তৃণমূলের একজন সংসদ সদস্য। তিনি বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের জবাবে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ওঠেন।

জয় শ্রীরাম এবং আল্লাহু আকবরের মতো ধর্মীয় স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত স্পিকার।

মঙ্গলবার (২৫ জুন) ১৮তম লোকসভার দ্বিতীয় অধিবেশনে বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শপথ নেওয়ার সময় এ ঘট্না ঘটে। এর আগের দিন সোমবার অধিবেশনের প্রথম দিনে শপথ নিয়েছেন লোকসভার নবনির্বাচিত অনেক সদস্য। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি স্লোগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথের সময়। তৃণমূল সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সময় ‘জয় মমতা’ স্লোগান দেন।

এর আগে, একই কারণে আলোচনায় আসেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর তিনি বলেন, ‘জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবার!’ তবে ফিলিস্তিনের জয়ধ্বনি করায় তোপের মুখে পড়েছেন ওয়াইসি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.