জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণিতে এ, বি ও সি ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে ৫ জুন (বুধবার) দুপুর ১২টা থেকে ৭ জুন (শুক্রবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।
প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬ জুন থেকে ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফি জমার স্লিপ দেখিয়ে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে। কাগজপত্র জমা দিয়ে অরিজিনাল ডকুমেন্টস জমা দেওয়ার রিসিপ্ট সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট- https://admission.jnu.ac.bd, www.jnu.ac.bd ও gstadmission.ac.bd