The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নজরুলকে বাদ দিলে বাংলা সাহিত্য নির্জীব: ববি উপাচার্য

ববি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, নজরুলকে বাদ দিলে বাংলা সাহিত্য নির্জীব।

রবিবার (২৬ মে) সকাল দশ’টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য আরো বলেন, সত্যিকার অর্থে বাংলা সাহিত্যের প্রতিটি বাঁকে মিশে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। । তিনি মিশে আছেন আমাদের জীবনের সাথে, জীবন বোধের সাথে। তিনি সমতার কবি, সাম্যের কবি। কাজী নজরুল ইসলাম বিশ্ব মানবতার কবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন। বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. আব্দুল কাইউমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় নজরুল সঙ্গীত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.