টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে বাজে অবস্থায় পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স।
ম্যাচজয়ী ইনিংস খেলেছেন একসময় ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলা বোলিং অলরাউন্ডার হারমিত সিং। পরে বলেছেন নিজেদের সামর্থ্য এবং সম্ভাবনা দিয়ে দল জিতেছে। বলেছেন, বাংলাদেশ কাগজে শক্তিশালী দল।
জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক দলটি ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে। ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন বাঁহাতি হারমিত। আইসিসির পূর্ণাঙ্গ সদস্য কোনো দলের বিপক্ষে দ্বিতীয় জয় পেল যুক্তরাষ্ট্র।
পরে হারমিত সিং বলেছেন, ‘এমন বড় দলের বিপক্ষে জয়ের সুযোগ আপনার প্রতিদিন আসবে না। সবাই অনেক অনুশীলন করেছে, সবার ব্যক্তিগত প্রচেষ্টার কমতি ছিল না। এটার মানে অনেক, যা বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়তে সাহায্য করেছে। আমার মনে হয়েছে আমাদের সম্ভাবনা প্রচুর। দলে ম্যাচজয়ী অনেক খেলোয়াড় রয়েছে। এটাই আমাদের শেষপর্যন্ত নিয়েছে। আমরা এখন ব্যাটও ভালো করি।’
‘বেশকিছু খেলোয়াড় আছে যারা দুই থেকে চার ওভার বল করতে পারে, যেমন স্টিভেন টেইলর। নিতিশ কুমার, মিলিন্ড কুমারও কিছু ওভার করার মতো। আমাদের বেঞ্চ বেশ শক্তিশালী। দলগুলোর মধ্যে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ আমাদের বেশ সাহায্য করছে। সবাই ভালো করতে চাইছে, যেটা আমাদের জন্য ভালো।’
যুক্তরাষ্ট্রের শেষ ৪ ওভারে ৫৫ রান দরকার ছিল। কোরি অ্যান্ডারসন ও হারমিত মিলে আগেভাগেই ম্যাচ শেষ করে দেন। এ সম্পর্কে হারমিত বলছেন, ‘খেলার আগে আমি খেলোয়াড়দের বলেছিলাম, বাংলাদেশ কাগজের শক্তিশালী দল। আমরা যদি হারার আগে হেরে যাই, সেটা খারাপ বার্তা দেবে। আমরা উইকেট জানি, পরিবেশও আমাদের অনুকূলে এবং এটা টি-টুয়েন্টি সংস্করণ।’
বৃহস্পতিবার রাত ৭টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। খেলা হবে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।