পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)”কণ্ঠস্বর আবৃত্তি দল” কর্তৃক আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা “অরুণোদয় ৬ষ্ঠ আবর্ত” শুরু বুধবার। প্রতিবছর নবীনদের মধ্যে থেকে কাব্য প্রতিভা বের করে আনতে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে থাকেন সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ফর্ম সংগ্রহের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। আগামীকাল (মঙ্গলবার) দুপুর ২.২০ মিনিট পর্যন্ত ফরম তোলার সময় পাবে। প্রতিযোগিরা তাদের নিজ পছন্দ অনুযায়ী কবিতা আবৃত্তি করতে পারবে। যেখানে বাছাই ও চুড়ান্ত পর্বে প্রতিযোগিরা দুইমিনিট বা তার কম সময় পাবে।
২২মে (বুধবার) বিকাল ৪টায় গ্যালারি -২ , ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ( নিচ তলা ) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং ফটোগ্রাফিক সোসাইটি।
সংগঠনটির সভাপতি আসিফুল হক তমাল অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতা নিয়ে জানান, আমরা কণ্ঠস্বর আবৃত্তি দল মনে করি প্রত্যেকটা মানুষেই শিল্পী। প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে শিল্প। সে শিল্প কবিতা হয়ে কাগজের পাতায় চলে আসে, কখনো বা কন্ঠের আওয়াজে আমাদের সামনে চলে আসে। আমরা প্রতি বছর আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে সেই প্রতিভাবান শিল্পীদের একই সুতোয় গেঁথে আনার চেষ্টা করি। আমরা চাই প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা আমাদের এই আবৃত্তি যাত্রায় সঙ্গী হোক।