সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভকারীদের বাধা দিয়েছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন শাহবাগ অবস্থান নিয়েছেন।
চাকরির বয়স বাড়ানোর দাবিতে সমাবেশের ডাক দেয় ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’।
শনিবার (১১ মে) বেলা ১১টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হয় সমাবেশ।
এ সময় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে চাকরির বয়সসীমাও বাড়ানো দরকার। বাংলাদেশে তা হয়নি। বিশ্বের ১৬২টি দেশে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। অনেক দেশে তা উন্মুক্ত।
পরবর্তীতে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তারা শাহবাগে অবস্থান নেয়।
এর আগে সরকারের প্রতি চাকরিপ্রার্থীদের দেয়া আলটিমেটাম শেষ হয় শুক্রবার। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় ডাকা হয় এই সমাবেশ। সমাবেশ শেষে আজই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের।