মাধ্যমিকের চার শ্রেণির ৩১ বইয়ে ভুলের সংশোধনী প্রকাশ
জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী প্রণীত ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহে যেসকল ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেগুলোর সংশোধনী প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিবির চেয়ারম্যান (প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত সংশোধনী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এনসিটিবির ঐ সংশোধনী প্রকাশ করা হয়।
এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রেরিত ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকের সংশোধনীসমূহ প্রতিষ্ঠানের সকল শিক্ষককে অবহিতকরণ এবং তাঁদের মাধ্যমে সকল শিক্ষার্থীর নিজ নিজ পাঠ্যপুস্তকে সংশোধনীগুলো সংযোজন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।