The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জবি সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে শরবত বিতরণ

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের একদল উদ্যোমী শিক্ষার্থী। অবিভাবক ও শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিনামূল্যে বিতরণ করেছেন লেবুর শরবত।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১ হাজার ২ শতাধিক মানুষের তৃষ্ণা নিবারণ করেন তারা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের।

জানা যায়, আয়োজকরা সবাই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী। তারা হলেন, মোঃ ইউনুস মিয়া, খালিদ সাইফুল্লাহ নাইম, সাইদুজ্জামান শহিদ, মোঃ আরমান মিয়া, নাহিয়ান আহমেদ, সাদিয়া জান্নাত কেয়া, শিলা মনি।

এমন মহৎ উদ্যোগের বিষয়ে মোঃ ইউনুস মিয়া বলেন, তীব্র দাবদাহে মাঝে এতো শিক্ষার্থী এবং অবিভাবকদের তৃষ্ণা মেটানোর সুযোগ পাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা চেয়েছিলাম ১০০০ জনের জন্য শরবত বিতরণ করতে কিন্তু মানুষের এতোই চাহিদা ছিলো যে সেই সংখ্যাটা অতিক্রম করে ১২০০ ছাড়িয়ে গেছে। এতো মানুষের তৃষ্ণা মেটাতে পেরে আমরা আনন্দিত।

আরেক শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নাইম বলেন, এরকম একটি আয়োজনের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় সাধারণ মানুষ, অভিভাবক এবং শিক্ষার্থীদের সামান্য তৃষ্ণা মেটানোর চেষ্টা করা হয়েছে মাত্র। এটা আমরা মানবিক দিক মনে করে করেছি। এরকম কল্যাণমূলক কাজ আমরা আরো বেশি বেশি করতে চাই।

নাহিয়ান আহমেদ বলেন, তীব্র দাবদাহে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা ১৮ ব্যাচের শিক্ষার্থীরা এই উদ্যোগ নিয়েছি। সকলের জন্য কাজ করতে পেরে আমরাও ভীষণ আনন্দিত। এভাবেই যেন ব্যক্তিস্বার্থের উর্ধ্বে সবসময় আমরা কাজ করে যেতে পারি এবং পরবর্তী দিনগুলোতেও যেন এই ধারা অব্যহত রাখতে পারি সেজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।

এছাড়াও গত ২৭ এপ্রিল গুচ্ছ বিজ্ঞান বিভাগের পরীক্ষার দিনে প্রায় ৩০০ লোকের মাঝে শরবত বিতরণ করেছিলেন সমাজকর্ম ১৮ ব্যাচের শিক্ষার্থীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.