ববি প্রতিনিধি: ঈদুল আজহার সাথে গ্রীষ্মকালীর ছুটির সমন্বয় চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সেশনজটসহ পরিক্ষায় পিছিয়ে পড়ার কথা ভেবে শিক্ষার্থী এ দাবি তুলে সোশাল মিডিয়ায় ঈদুল আজহার সাথে গ্রীষ্মকালীল ছুটির সমন্বয় চেয়েছে।
মাসুম মাহমুদ নামে এক শিক্ষার্থী এবিষয় সোশাল মিডিয়ায় লিখেছেন, ইতোমধ্যে একবার ঈদুল ফিতরের ছুটি এবং হিটওয়েভ সংক্রান্ত কারনে অনলাইনে ক্লাস(অনেকটা ছুটির মতো) সময় পার করেছি আমরা, এখন গ্রীষ্মকালীন ছুটি এবং এর কয়েকদিন বাদেই আবার ঈদুল আজহার ছুটি এ সংক্রান্ত কাজে অনেকেরই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।
এখন যদি গ্রীষ্মকালীন ছুটি ক্যানসেল করে ঈদুল আজহার ছুটির সাথে মার্জ করে দেওয়া হতো তাহলে হয়তো কার্যক্রম অনেকটা শিথিল হবে।
এবিষয়ে আরেক শিক্ষার্থী সোহরাব জোসেন বলেছেন, বয়কট গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে প্রশাসনকে অবশই ভাবতে হবে। অহেতুক বন্ধ চাই না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান, এ বিষয়ে আমরা আলোচনা করছি। খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।