ভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারের দানবাক্স থেকে মিলল ২ লক্ষ ৮৩ হাজার ৭৬০ টাকা, স্বর্ণ-রৌপ্য ও ভারতীয় রুপি। রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দান বাক্স খুলেন।
প্রতি বছর ২ বার ৬ মাস অন্তর দানবাক্সটি খোলা হয়।
দানবাক্সটি খোলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, এস্টেট অফিসের পরিচালক প্রফেসর ড. মোঃ মুছা মিয়া, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ এস্টেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দানবাক্সে প্রাপ্ত অর্থ ও পণ্য মাওলানা ভাসানীর ওরশ ও স্মৃতিসৌধ ব্যবস্থাপনা খাতে ব্যয় হয়।