যবিপ্রবি প্রতিনিধি : গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ‘শাটল বাস সার্ভিস’ সুবিধা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের ভোগান্তি ও অতিরিক্ত গাড়ি ভাড়া সমস্যা সমাধানের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে যবিপ্রবির পরিবহন প্রশাসন দপ্তর।
বুধবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ সেশনের GST গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস (সিঙ্গেল বাস ও দ্বিতল বাস) সার্ভিস চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুপুর আড়াইটায় ক্যাম্পাস থেকে স্ব স্ব রুটের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।
এদিন শিক্ষক-কর্মকর্তাদের জন্য সকাল ৮ টা ২৫ মিনিটে এবং ৯ টা ২৫ মিনিটে ‘মধুমতি, কপোতাক্ষ ও ভৈরব’ মিনিবাস’ ও কর্মচারীদের সকালের ট্রিপ পূর্বের সময় অনুযায়ী স্ব স্ব রুট অনুযায়ী ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।