জাবি প্রতিনিধিঃ ২৬ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে ৪৬ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা।
বরাবরের মত এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেবে তিন শতাধিক শিক্ষার্থী। জাবি থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচটি বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে সকাল ৬ টায় ৫ টি বাস ভিন্ন ভিন্ন রুটে ছেড়ে যাবে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে।
রুটসমূহ হলো গাবতলী-আসাদগেট-ফার্মগেট-বাংলা মটর-মগবাজার- মালিবাগ-খিলগাঁও- হয়ে মতিঝিল, গাবতলী-আসাদগেট-ইডেন কলেজ-চাঁনখারপুল হয়ে হাজারীবাগ, গাবতলী-মিরপুর ১- মিরপুর ১০ হয়ে মিরপুর ১৪,গাবতলী-আসাদগেট-আগারগাঁও-মহাখালী-মালীবাগ হয়ে বাড্ডা, ও উত্তরা-এয়ারপোর্ট হয়ে খিলক্ষেত পর্যন্ত।
এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি সাবিহা ইয়াসমিন সাথী বলেন, “পরীক্ষার্থীদের যেন যাতায়াতের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য জাবি ছাত্রলীগ বাসের ব্যবস্থা করেছে।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন বলেন, বিসিএস পরীক্ষা দিতে যাতায়াতের যাতে কোন সমস্যা না হয় সে দিকে লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। আমরা সবসময় শিক্ষার্থীদের ভালো কিছুর সাথে থাকতে চাই। এবং শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।”
সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, বরাবরের মতোই জাবি শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে আছে। আমরা ৫ টি রুটে ৫ টি বাস দিয়েছি যেনো শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।