মাভাবিপ্রবি প্রতিনিধি: ২৪ এপ্রিল বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “অ্যাডভান্সড মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা বারোটায় মাভাবিপ্রবির বিজিই গ্যালারি রুমে সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে।
বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম মহিউদ্দিনের সঞ্চালনায় কি-নোট স্পিকারের বক্তব্য পেশ করেন ভারতের মাইক্রোবায়োলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক দেশমুখ আরভিন্ড মাধাবরাও।
কি-নোট স্পিকারের বক্তব্যে অধ্যাপক দেশমুখ আরভিন্ড মাধাবরাও বলেন, “পৃথিবী জুড়ে দু’টি উদীয়মান টেকনোলজির একটি হলো, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অপরটি হলো বায়োটেকনোলজি।” তিনি বায়োটেকনোলজির গুরুত্ব ও এ সাবজেক্টে পড়ে উন্নত দেশে শিক্ষা গ্রহণের সুযোগ বর্ণনা করেন। তিনি বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা নিরসনে মাইক্রোবায়োলজির গুরুত্ব আলোচনা করেন এবং বায়োইথানলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। প্লাস্টিক দূষণের ভয়ংকর থাবা থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজির গুরুত্ব আলোচনা করেন। বক্তব্য শেষে তিনি সেমিনারে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিই বিভাগের অধ্যাপক ড. কে. এম. কাদেরী কিবরিয়া, অধ্যাপক ড. মো. মাসুদার রহমান, অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, সহযোগী অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ, সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী, সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক রোকসানা খানমসহ শতাধিক শিক্ষার্থী।
মো.জাহিদ হোসেন/