The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

রাবি উপাচার্যের সাথে কোরিয়ার কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে কোরিয়ার কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক জন কে লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় দুটি কম্পিউটার প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যবসায় প্রশাসন ও হোটেল ম্যানেজমেন্টের মতো বিষয়গুলিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যদের বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি ও যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করবে। এই সমঝোতা স্মারকের মেয়াদ হবে ৫ বছর এবং পরবর্তীতে যা বাড়ানো যাবে।

পরে উপাচার্য কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকে স্মারক উপহার প্রদান করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদাল ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফ্যাকাল্টির সহযোগী ডিন ড. নূর আলমসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.