The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

নিউজ প্রেজেন্টার ও অডিও-ভিডিও এডিটর নেবে রাইজিং ক্যাম্পাস

তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত ও অনুমোদিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “রাইজিং ক্যাম্পাস” এর জন্য ফুল টাইম/পার্ট টাইম ১ জন নিউজ প্রেজেন্টার ও ১ জন অডিও-ভিডিও এডিটর আবশ্যক। নিউজ প্রেজেন্টার হিসেবে এবং অডিও-ভিডিও এডিটর হিসেবে কাজ করতে আগ্রহীদের নিকট হতে জীবন বৃত্তান্ত আবশ্যক।

১) পদের নাম: নিউজ প্রেজেন্টার

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেনিং বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দক্ষ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অন্যান্য যোগ্যতাসমূহ:

ক) সংবাদ উপস্থাপনায় দক্ষ ও আগ্রহী হতে হবে।

খ) বাংলা ও বিদেশি শব্দের শুদ্ধ উচ্চারণে দক্ষতা থাকতে হবে।

গ) সমসাময়িক বিষয়ে সম্মক ধারণা থাকতে হবে।

ঘ) উপস্থাপনায় সাবলীল হতে হবে।

ঙ) রিপোর্টিং বিভাগ ও ভিডিও এডিটরের সাথে সমন্বয় করে স্ক্রিপ্ট/ প্রতিবেদন তৈরি করতে হবে।

বি: দ্র:- জীবন বৃত্তান্তের সাথে কোন বিষয়ে কমপক্ষে ৩ মিনিটের এক বা একাধিক ভিডিও প্রেজেন্টেশন প্রেরণ করতে হবে।

২) পদের নাম: অডিওভিডিও এডিটর

আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। অডিও-ভিডিও এডিটিং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেনিং বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতাসমূহ:

ক) ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজে পারদর্শী হতে হবে।

খ) ভিডিও নিউজ তৈরি ও প্রেরণে দক্ষ ও আগ্রহী হতে হবে।

গ) তথ্য প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সংবাদ সংগ্রহ এবং প্রেরণে দক্ষ ও আগ্রহী হতে হবে।

ঘ) কমপক্ষে দুটি এডিটিং সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।

ঙ) গ্রাফিক্স (ফটোশপ, ইলাস্ট্রেটর ও এডোবি আফটার ইফেক্টস) এ সম্মক জ্ঞান থাকতে হবে।

চ) বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা, লাইভ ভিডিও নিয়ে কাজ করতে হবে।

কর্মস্থল: ঢাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে editor.trc@yahoo.com এই ঠিকানায়। অথবা ০১৮৯১-৯৯০৭৬১ (হোয়াটসঅ্যাপ) এ জীবন বৃত্তান্ত প্রেরণ করা যাবে।

বেতন ও সুযোগ সুবিধা: আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৪।

রাইজিং ক্যাম্পাস সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন:

Website link: https://therisingcampus.com

Facebook Page Link: https://www.facebook.com/therisingcampus

& https://www.facebook.com/therisingcampusbd

You might also like
Leave A Reply

Your email address will not be published.