মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব কর্তৃক পাই দিবস উৎযাপিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে দিবসটি উৎযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে ৩য় একাডেমিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে তারা মুক্তমঞ্চের দিকে এসে জড়ো হন।
দিনটিকে আনন্দমুখর ও শিক্ষনীয় করে তুলতে দুটি কনটেস্টের ব্যাবস্থা ছিল। এরমধ্যে একটি হলো দেয়ালিকার আর্টিকেল রাইটিং কমটেস্ট অপরটি হলো ফটো কনটেস্ট। দেয়ালিকাটি ক্যাফেটেরিয়ার সামনে স্থাপন করা হয়। দেওয়ালিকায় যাদের লেখ স্থান পেয়েছে তারা হলেন মেহেদী হাসান খান সিয়াম, মারিয়া ইসলাম, মৌমিতা চৌধুরীর মৌরি, আদিবা রহমান এ্যামী, তাসলিমা সুমাইয়া, দিগন্ত ও অন্যান্য।
ক্লাবের সভাপতি ইমাদ খান বলেন, আমাদের ভার্সিটিতে পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য আমরা মাভাবিপ্রবি বিজ্ঞান ক্লান থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করি এরমধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞান দিবসগুলো উদযাপন করা। এরই ধারাবাহিকতায় আমরা আজকের পাই দিবসটি উৎফুল্লভাবে উৎযাপন করেছি।
ক্লাবের সাধারণ সম্পাদক ফিহাদ হোসাইন বলেন,
পাই ডে উপলক্ষে আমরা আজকে সফলভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা বজায় রেখে আমাদের বিজ্ঞান ক্লাব দেশের দক্ষ জাতি
তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কনটেস্ট দুইটির ফলাফল আগামী শনিবার ক্লাবের পেইজ থেকে প্রকাশ করা হবে।