মাভাবিপ্রবি প্রতিনিধি: বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল নিষিদ্ধের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ ২০২৪ইং) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কেন্দ্রীয় খেলার মাঠে শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি আয়োজিত হয়।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, তারা কখনই ইসলামের সংস্কৃতিতে আঘাত হানে এমন বিষয় মেনে নিবেন না। রোজা ফরজ একটি ইবাদত ও ইফতার একটি গুরুত্বপূর্ণ সুন্নত। ক্যাম্পাস মুক্তচর্চার জায়গা যেখানে সবার ধর্মীয় উৎসব পালনের অধিকার রাখেন।
তারা পরবর্তীতে বৃহৎ আকারে গণ-ইফতার পালনের কথাও বলেন।
এস.এম জাহিদ হোসেন/