The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

রাঙ্গামাটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ তথ্যমেলা ২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙ্গামাটি ও টিআইবি রাঙ্গামাটির যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। এতে রাঙ্গামাটি সরকারি কলেজ রানারআপ হয়েছে।

রবিবার(১০ মার্চ) বিকেলে রাঙ্গামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ ও রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ অংশগ্রহণ করে।

প্রথম রাউন্ডে “তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধে প্রধান সহায়ক” বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। রাবিপ্রবি বিষয়টির বিপক্ষে বিতর্ক করে রাঙ্গামাটি মেডিকেল কলেজকে পরাজিত করে।
ফাইনাল রাউন্ডে “অবাধ তথ্যপ্রাপ্তি সুশাসনের প্রধান শর্ত”বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত। রাবিপ্রবি বিষয়টির বিপক্ষে বিতর্ক করে রাঙ্গামাটি সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সদস্য মোঃ সামসিদ দোহা উৎস,সঞ্চিতা চক্রবর্তী ও মোঃ নুরুল আলম অংশগ্রহণ করেন।

পরে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) নাসরীন সুলতানা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি(সনাক), রাঙ্গামাটি এর সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা এবং টিআইবি রাঙ্গামাটির উর্ধতন কর্মকর্তারা।

রাবিপ্রবির এই জয়ে রাবিপ্রবি দলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ ও প্রক্টর(ভারপ্রাপ্ত) ড.নিখিল চাকমা অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, রাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২৮ জুলাই ২০২৩ সালে গঠনের পর এই প্রথম প্রতিযোগিতামূলক বিতর্কে তারা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.