The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

মাভাবিপ্রবির সিপিএস বিভাগের বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে বিশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫(সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।এরপর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি রালি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর দুপুর ২:৩০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।

সিপিএস অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম‌ সোলাইমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মো. উমর ফারুক ।

অনুষ্ঠানে বিভাগের ২০ টি ব্যাচের প্রায় পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.