The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ভর্তিচ্ছুদের কেন্দ্র পৌঁছে দিতে রাবি ছাত্রলীগের ‘জয়বাংলা বাইক’ সার্ভিস

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবর্ষ ২০২৩-২৪ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে ‘জয়বাংলা বাইক’ সার্ভিস চালু করেছে রাবি শাখা ছাত্রলীগ। আগামী ৫,৬,৭ মার্চ সারাদিনব্যাপী তাঁরা এই সার্ভিস দিবেন।

সোমবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু।

এবিষয়ে সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে জয় বাংলা বাইক সার্ভিস। এই উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা বাইক সহ শিক্ষার্থীদের অপেক্ষায় থাকবেন, যেকোনো শিক্ষার্থী যদি কোন কারনে পরীক্ষার হলে পৌঁছাতে বিলম্ব করেন, কিংবা তারা যদি ভুলক্রমে অন্য কোন একাডেমিক বিল্ডংয়ে চলে যান, তাদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে দিতে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা সর্বদা প্রস্তুত থাকবে,

এছাড়াও কোন শিক্ষার্থী অসুস্থ হতে পারেন তাদের দ্রুত পরিবহনের স্বার্থে আমরা সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমার প্রত্যাশা থাকবে যোগ্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় মতিহারে সবুজ চত্বরের একজন গর্বিত শিক্ষার্থী হিসেবে জায়গা করে নিবেন। আমাদের এই বাইক সার্ভিস যদি একজন শিক্ষার্থীরো ন্যূনতম উপকারে আসে, তবেই আমাদের এই প্রচেষ্টা সফল বলে আমরা মনে করি।

এবিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, আমরা প্রশাসনের সাথে কথা বলে ১০টি বাইক চালানোর অনুমতি পেয়েছি। তিনটি গেটে আমাদের বাইক থাকবে। কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেটে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে চালু বাইক সার্ভিস চালু করেছি। অনেক সময় দেখা যায় জ্যামের কারনে সঠিক সময়ে কেন্দ্রে শিক্ষার্থীরা পৌঁছাতে পারে না। আমরা তাদের কথা চিন্তা করেই তাদের সহযোগিতায় কাজ করবো।

প্রসঙ্গত, আগামীকাল ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘন্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

You might also like
Leave A Reply

Your email address will not be published.