লাবিবা সালওয়া ইসলাম: ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সিএসই ডিপার্টমেন্টের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত “ইন্টার ইউনিভার্সিটি আইডিয়াথন ২.০” এ বাছাইপর্বে অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের টিমের সাথে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ এর টিম “কাইনেটিক ওবেস” তাদের গবেষণা আইডিয়ার জন্য ফাইনালের জন্য চূড়ান্ত মনোনয়ন পায়।
টিম কাইনেটিক ওবেস এর নেতৃত্বে আছেন নিটার ১০ম ব্যাচের ইইই ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো: রবিউল আলম মারুফ। টিমের বাকি সদস্যদগণ হলেন নিটারের ১২তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মেহেদী হাসান আকাশ এবং সেরাথ হাসান মাহিম। উল্লেখ্য, তারা পূর্ব থেকে তাদের বাছাইকৃত গবেষণা আইডিয়া নিয়ে নিটারের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক
ড. মো: আবুল কালামের তত্ত্বাবধানে কাজ করেছে।
ইন্টার ইউনিভার্সিটি আইডিয়াথন ২.০ বিষয়ে রবিউল আলম মারুফ বলেন, “আমাদের আইডিয়াগুলো নিয়ে নিজ ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরেই কাজ কারছি। পূর্ববর্তী সফল আইডিয়াগুলো এখন আমাকে এবং আমার টিমকে আরো উৎসাহিত করছে। আশা করছি, এবারও সফল হবো।”
আগামি ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, রোজ বৃহস্পতিবার টিম কাইনেটিক ওবেস ফাইনাল রাউন্ডে বিচারকদের সামনে গবেষণাভিত্তিক আইডিয়া চূড়ান্তভাবে উপস্থাপন করবেন।