চলছে ভর্তি পরীক্ষার মৌসুম। দূর-দূরান্ত থেকে পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্যাম্পাসে পরীক্ষা দিতে ছুটে চলেছেন।
চলতি পরীক্ষার মৌসুমে দূর-দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প-ডেস্ক স্থাপন করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে এই হেল্প ডেস্ক স্থাপন করেন ঢাবিতে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছুদের নিয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি আব্দুল আহাদ আলভি বলেন, ‘প্রতিবারের মতো এবারও লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ঢাবির পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে। আমাদের হেল্পডেস্কে মূলত ভর্তিচ্ছুদের পরীক্ষার হল দেখিয়ে দেওয়ার, দূরত্ব বিবেচনায় সময়সাপেক্ষে আমরা আমাদের সেচ্ছাসেবীদের দিয়ে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দেই। এর পাশাপাশি হেল্প ডেস্কে আমরা মোবাইল, ঘড়ি, ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যা পরীক্ষার হলে বহন করা যায় না, তা জমা রাখি। এছাড়াও, হেল্প ডেস্ক থেকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পানি সরবরাহ করছি।’
লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সদস্য আব্দুর রহিম বলেন, গত কালকে বিশ্ববিদ্যালয়ের কলা, আইনও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার দিনও আমরা আমাদের সংগঠন থেকে শিক্ষার্থীদের সেবা দিয়েছি। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের নানা প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের যেন কোনো ঝামেলা বা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় তাই আমরা নিশ্চিত করার চেষ্টা করে থাকি।