The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে রুবায়েত আলম সৈকত। উপজেলার মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসি পরীক্ষার্থী রুবায়েত আলম সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউল আলমের ছেলে। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, শফিউল আলম গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুরর পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা অংশ নিয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.