বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী আর্টিকেল নাইন্টিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার( ১৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২ এর দ্বিতীয় তলায় মার্কেটিং বিভাগের সেমিনার রুমে কর্মশালা টি অনুষ্ঠিত হয় ।শেষ হয় ৪টা ২০ এ।
কর্মশালার বিষয় ছিল আওয়ার ভয়েজ আওয়ার চয়েজ (ওভোক)। যেখানে নারী ও যুবকের গনতান্ত্রিক সমান সুযোগ সুবিধা প্রদান।মানুষের সাথে সম্পৃক্ত যেসব অধিকার রয়েছে সেগুলো শিক্ষার্থীরা দলগত ভাবে আলোচনা করা। এছাড়াও গনতন্ত্র, সুশাসন ,সুশাসনের চ্যালেন্জ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।
এ সময় কর্মশালার রেন্সপন্সসিবল আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড সরিফা সালোয়া ডিনা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মোরশেদ হোসাইন, প্রোগ্রামের সিনিয়র অফিসার মরিয়ম শেলী,প্রোগ্রাম অফিসার সালমা পারভিন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা:রাজিয়া সুলতানা ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো সাইফুল ইসলাম, এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো তাবিয়ুর রহমান প্রধান।
বিশেষ অতিথি মোসাঃরাজিয়া সুলতানা বলেন , তথ্যের সঠিক ব্যবহার ও তার প্রয়োগ সম্পর্কে আমরা আজকের কর্মশালার মাধ্যমে জানতে পারবো ।মানবাধিকারের সঠিক চর্চা ও গনতন্ত্র রক্ষায় সাধারন মানুষ এবং শিক্ষার্থীদের অবদান। নিজের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে আজকের কর্মশালা বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি।
এ সময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য প্রফেসর ড সরিফা সালোয়া ডিনা বলেন, সাংবাদিকতা হলো রাষ্ট্রের দর্পন। তথ্য একটি বই এর মতো যে বই এর পাতা উল্টানোর এবং জানার অধিকার রাষ্ট্রের সকল সাধারন জনগনের অধিকার রয়েছে।ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র চর্চায় ও মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অতুলনীয় এবং রাষ্ট্রের সুশাসন রক্ষায় ও সুষ্ঠ গনতন্ত্র বিকাশে সাংবাদিকদের রয়েছে এক অতুলনীয় ভূমিকা।