The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণে ভিন্ন দুইটি কমিটি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে লালন শাহ হলের ১৩৬ নম্বর গণরুমে রাতভর এক নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভিন্ন দুইটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রদত্ত তদন্ত কমিটিতে অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন প্রশাসক অধ্যাপক ড. আনিচুর রহমান ও সহকারী প্রক্টর মিঠুন বৈরাগী। এছাড়াও লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন প্রদত্ত চারসদস্য বিশিষ্ট কমিটিতে আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেনকে আহ্বায়ক ও হলের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট হল কমিটির অন্যরা হলেন, আবাসিক শিক্ষক আব্দুল হালিম ও ড. হেলাল উদ্দিন। এছাড়াও উভয় কমিটিকে দ্রুততর সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.