ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের চড়ুইভাতি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ববিস্থ কুমিল্লা জেলার শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও বিনোদনের জন্যই মূলত প্রতিবছর সংগঠনটি এ আয়োজন করে থাকে।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) বিকাল ০৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা জেলার অর্ধশতাধিকের ও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠনটি বিভিন্ন পর্যায়ে খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব ও প্রীতিভোজের মধ্য দিয়ে রাতে সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল কায়েস,সিইএসসি বিভাগের লেকচারার মাহবুব-ই-নুর এবং বাংলা বিভাগের লেকচারার তাইয়্যেবুন্নেসা মিমি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,অর্থসম্পাদক,ক্রীড়া সম্পাদক সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে দুটি খেলা(হাড়ি ভাঙা ও ফুটবল স্কোরার) এবং ছেলে-মেয়ে উভয়দের জন্যই পৃথক আরো একটি করে খেলা ও সবার সমন্বয়ে একটি রাফেল ড্র’র আয়োজন করা হয়। মেয়েদের জন্য চেয়ার সিটিং খেলা এবং ছেলেদের জন্য ছিল ক্রিকেট খেলা।
খেলায় বিজয়ীদের জন্য এবং রাফেল ড্র’র আটজন বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
খেলাধুলা শেষ করে সন্ধ্যায় অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন এবং বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন।পরে রাতে প্রীতিভোজ শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে চড়ুইভাতি অনুষ্ঠানটি সমাপ্ত হয়।