ইবি প্রতিনিধি : আগামীকাল ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে লেগুনায় চেপে আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট টিম। ক্যাম্পাসের বাসের ব্যবস্থা না থাকায় লেগুনায় চড়ে ক্যাম্পাস ছাড়ছেন তারা বলে জানা যায়।
ক্রিকেট টিম পাঠানোর জন্য ক্যাম্পাস থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে অনিরাপদ ভাবে টিম পাঠাচ্ছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকি নিয়েই লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা।
ক্রিকেট টিমের সদস্য সাকলাইনের সাথে কথা বললে জানা যায়, বাস দেয়ার কথা ছিলো তবে বাস দেয় নি। গতবার খেলতে আসছি তখনও বাস দেয়া হয় নি। লেগুনায় চড়ে কুষ্টিয়ার চৌড়হাসে পৌঁছেছি পরে তুহিন বাসে করে রাজশাহী যাচ্ছি।
দলের অন্য সদস্য রাকিব বলেন, ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয় নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে পরিবহন বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।
বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাসের জন্য রিকুয়েষ্ট করলে অবশ্যই তারা বাস দিতে বাধ্য। কিন্তু বাস যাওয়ার পর তো আসবে ফাঁকা, তো ওইটা তো ক্ষতি। তাই ওদেরকে ভাড়া করা বাসে পাঠানো হচ্ছে। আর ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখানে প্লেয়াররা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে বাসে করে ওরা রাজশাহী পৌঁছাবে। ক্যাম্পাস ওদের যাতায়াতের খরচ বহন করবে।
এবিষয়ে পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেও আবেদন করে নি। আবেদন করলে আমার এক্তিয়ারের মধ্যে থাকলে দেই আর না হয় উপচার্য বরাবর ফরওয়ার্ড করি।