The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

‘ফুল ছিড়লে হলের সীট বাতিল’ বিষয়টি শুধুই সতর্কতা: প্রভোস্ট

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের বিভিন্ন জায়গায় ‘ফুল ছিঁড়লেই হলের সীট বাতিল করা হবে’ এমন সতর্কবার্তা সম্বলিত প্ল্যাকার্ড টানানো হয়েছে। যা নিয়ে হলের শিক্ষার্থীসহ ক্যাম্পাসে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ইতোমধ্যে হল থেকে সরিয়ে নেয়া হয়েছে পোস্টার গুলো।

শীতকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হরেকরকমের ফুলে ক্যাম্পাসের সৌন্দর্য বছরের অন্যান্য সময় থেকে কয়েকগুণ বেড়েছে। শিক্ষার্থীরা ফুলেল এই পরিবেশে মুগ্ধ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে ভীড় জমাচ্ছে। ফুল যতোদিন ঝড়ে না যায় ততোদিন ক্যাম্পাসের এই পরিবেশ ধরে রাখতে শিক্ষার্থীদের প্রতি শুরু থেকেই আহ্বান জানিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হঠাৎ করে হুমকিস্বরুপ এমন প্ল্যাকার্ড এ হতবম্ব হয়েছেন শিক্ষার্থী সহ হলটির প্রভোস্ট।

ফুল সংরক্ষণে এর সৌন্দর্য্যবর্ধনে প্রশাসনের অবশ্যই দায়িত্ব রয়েছে তবে এমন হুমকিস্বরুপ প্ল্যাকার্ডে ক্ষোভ ও দেখিয়েছেন হলের আবাসিক ছাত্রীরা।

কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা রাইজিং ক্যাম্পাসকে জানান, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা মোটেও উচিত নয়। তাই বলে হল থেকে এমন হুমকি দেয়া কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখা উচিত। হল প্রশাসনের উচিত ছিলো শিক্ষার্থীদের ডেকে সচেতন করা। তারপর ও না মানলে তখন এমন ব্যবস্থা নেয়া উচিত ছিলো।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, সিট বাতিল করা হবে বলা থাকলেও আসলে ব্যাপারটা তেমন নয়। অনেক মেয়েই বিনা কারণে ফুল ছিঁড়ে ফেলে বাগানের সৌন্দর্যকে নষ্ট করছে। শুধু সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এমন সতর্কতা দেয়া হয়েছে। অতীতেও এমন করা হয়েছে আমি তো কিছুদিন ধরে দায়িত্বে এসেছি। আমি জানতামনা ব্যানারে এভাবে উল্লেখ করা হয়েছে। পরে যখন জেনেছি তখনই ব্যানারগুলো অপসারণের নির্দেশ দিয়েছি। আমি হলের কর্মকর্তাদের ফুল ছিড়ার ব্যাপারে ব্যানার টাংগাতে বলেছিলাম তারা যে এতোটা কঠোর ভাবে করবে ভাবিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.