The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

বইমেলায় পাওয়া যাচ্ছে মালেক মুস্তাকিমের কবিতার বই ‘সেলাই করা হাওয়ার গান’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে এ সময়ের তরুণ কবি মালেক মুস্তাকিম এর নতুন কবিতার বই “সেলাই করা হাওয়ার গান”। মালেক মুস্তাকিম এর লেখালেখি শুরু শুন্য দশকে। প্রথম দশকের কবি হিসেবেই সমধিক পরিচিত।

ভিন্ন রকমের ভাবনা, ভাষা, শব্দ চয়ন এবং চিত্রকল্প নির্মাণের মুন্সিয়ানায় সিদ্ধহস্ত তিনি। ইতিমধ্যেই ভিন্ন স্বরের কবি হিসেবে পরিচিতি পেয়েছেন সর্বমহলে। তার কবিতা পাঠকের মনোজগৎকে ভীষনভাবে আলোড়িত করে।

মালেক মুস্তাকিম পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। কাজ করছেন বাংলা কবিতা নিয়ে। তিনি বাংলা কবিতার একনিষ্ঠ পরিব্রাজক। তার যাপিত জীবনের সবটুকু জুড়েই ছোপ ছোপ কবিতা। কবিতা নিয়ে তিনি অনেক দূর যেতে চান।

এখন পর্যন্ত তার প্রকাশিত সবগুলো কবিতার বই পাঠকনন্দিত হয়েছে। ভুল, ছায়া ও বিষন্নতা, একান্ত পাপগুচ্ছ, আমি হাটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে তার অন্যতম কাব্যগ্রন্থ।

এবারের বইমেলায় “সেলাই করা হাওয়ার গান” প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইমেলায় অন্যপ্রকাশের ১০ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.