জামালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন, মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। দুই জনেরই বাড়ি রুকানাই এলাকায়। শাকিল মিয়া ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে রুকানাই রেললাইনের ওপরে বসে এক চাদরে মুড়ি দিয়ে দুই বন্ধু মিলে ফ্রি ফায়ার গেম খেলছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে শাকিল মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। মজিবর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
তাদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ওরা দুইজনেই সকালে চাদর মুড়ি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। লাইনে বসেছিলে সেই সময় কয়েকজন লাইন থেকে উঠে যেতে বলেছিল তারা শোনেনি। ট্রেন অনেক হুইসেল দিয়েছে ওরা শোনেনি।