বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের নতুন চেয়ারম্যান বা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক আরা তানজিয়া ।
রবিবার (২১ জানুয়ারি ) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। এর আগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো গোলাম রব্বানী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে এবং পরবর্তী তিন বছর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, এর আগেও তিনি অত্যন্ত সফলতার সাথে ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।