The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

চবির ভর্তি আবেদন শেষ, আসন প্রতি লড়বে ৫২ জন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে গতকাল রাত ১১টা ৫৯ মিনিটে। এবার চবির ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসন প্রতি লড়াই করবে ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

আসন প্রতি কতজন লড়বে:

‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবদেন করেছেন ১ লাখ ১ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৮৩ জন।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৬ জন।

‘সি’ ইউনিটে ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য লড়বে ২৯ জন।

‘ডি’ ইউনিটে ৯৫৮ টি আসনের বিপরীতে ৫৯ হাজার ৯০৬ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৬২ জন লড়বে।

এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৭৬৩ জন। প্রতি আসনের বিপরীতে ২২ জন। ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৩ হাজার ১৪৬ জন প্রার্থী। আসন প্রতি লড়বে ১০৪ জন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিলো ২ লাখ ৫৬। সে তুলায় গতবছর আসন প্রতি লড়াই করেছিলো ৪০ জন শিক্ষার্থী। এবার ৫৬ হাজার আবেদন বেশি হওয়ায় আসন প্রতি ১২ জন বেড়ে ৫২ জন লড়বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে।

এবারের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে।

দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। তবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে কাটা পড়বে ৫ নম্বর।

You might also like
Leave A Reply

Your email address will not be published.