The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

দীপু সানা ‘হত্যা’র বিচার চায় ঢাবির সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস (দীপু সানা) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ২০০৬-০৭ সেশনের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ব্রিজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে দীপান্বিতার বন্ধু ও সহকর্মীরা তার মৃত্যুর সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার, তার সন্তান ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেওয়া এবং পরবর্তীতে রাস্তাঘাটে মানুষের যেন এমন অকাল মৃত্যু না হয় সেই দাবি জানান।

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিনাত হুদা বলেন, আমরা যেই যাপিত জীবন চাই এটা এমন নয়। আমরা একটি সুন্দর জীবন পরিচালিত করতে চাই যেখানে স্বাভাবিক মৃত্যু রয়েছে। আমার সন্তানসম শিক্ষার্থী দীপান্বিতা অফিস শেষে বাসায় ফিরতে পারেনি। আমাদের মনে ক্ষত সৃষ্টি হয়েছে তার সন্তানের কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে।

তিনি বলেন, বর্তমান সময়ে নারীদের এতদূর এগিয়ে যাওয়া যেখানে অনেক কষ্টকর, সেখানে দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কাজ করছিল। সে দুটি পরিবারকে সামলে নিচ্ছিল সুন্দরভাবে। কিন্তু এই নৃশংস ঘটনা দুটি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে, আমাদেরকেও স্তব্ধ করেছে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। দীপান্বিতার মৃত্যুর সঙ্গে জড়িতদের বিচার হোক, তার সন্তান ও পরিবারের দায়িত্ব যেন সরকার নেয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই আশাবাদ রাখছি।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৌচাকে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.