লাবিবা সালওয়া ইসলামঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক দেশব্যাপী “রোড টু চ্যাম্পিয়ন সিজন-৩” শিরোনামে সর্ববৃহৎ অনলাইন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এন্ড রিসার্চ’ এর তিন সদ্যসের দল “ডাইসপ্রোসিয়াম ১.০ (নিটার)” প্রথম রানারআপ হওয়ার সম্মান অর্জন করে।
অনলাইনে ভিত্তিক এই প্রতিযোগিতাটি চারটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি গত বছর ডিসেম্বরের ৭ তারিখে কুইজ পর্বের মাধ্যমে শুরু হয়। সারা বাংলাদেশ থেকে ১৩২ টি টিম এতে অংশ নেয়। বাছাই পর্বের মাধ্যমে পরবর্তী আর্টিকেল সাবমিশন রাউন্ডের জন্য ৪০ টি টিম মনোনীত হয়। এতে ১৬ টি টিম পরবর্তী পর্ব পিকচার পার্সপেক্টিভ ব্যাটল এর জন্য নির্বাচিত হয়। সব শেষে ফাইনাল রাউন্ডে ৮ টি টিম কেস চ্যালেঞ্জের জন্য জায়গা করে নেয়।
৮ টি টিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি দল অস্টেক্স প্যানোরামা। প্রথম রানারআপ হয় ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এন্ড রিসার্চ – নিটার এর ডাইসপ্রোসিয়াম ১.০ (নিটার) এবং দ্বিতীয় রানারআপ হয় চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চার্মিউজ।
উল্লেখ্য, এসএসবি লেদারের পরিবেশনায় নওশীন ফ্যাশন নিবেদিত এই আয়োজনে তিন সদ্যসের দল “ডাইসপ্রোসিয়াম ১.০ (নিটার)” এর দলনেতা ছিলেন মো: নাবিল হাসান এবং বাকি দু’জন হলেন – আহমেদ বায়েজিদ এবং আবদুল্লাহ আল মাসুদ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির ফেসবুক পেইজ থেকে তিন সদস্যের এই মেধাবী দলটিকে শুভকামনা জানিয়ে পোস্ট করা হয়।