বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।
আজ শনিবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি।’
তবে এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি এই চিকিৎসক। এ ব্যাপারে ঢাকা মেডিকেলে খোঁজ নিতে বলেন সামন্ত লাল। তিনি জানান, লাশ এখানে আসে না। এখান থেকে চিকিৎসাধীন কেউ মারা গেলে তার হিসাব তারা দিতে পারবেন।
এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে গতকাল শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত অনেক হাসপাতালে আসছেন। আবার মৃতদের লাশও ছাড়ছে না কর্তৃপক্ষ। লাশের অপেক্ষায় অনেকে বসে রয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে এলে হঠাৎ বগির মধ্যে আগুন দেখতে পান ট্রেনের যাত্রীরা। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকা আসছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।