The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

প্রহসনের নির্বাচন বর্জন করার আহ্বান জবি ছাত্রদলের

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শুক্রবার সকালে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে নয়াবাজার থেকে বাবু বাজার ব্রীজের এলাকা পর্যন্ত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে।

কর্মসূচি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বাস্তবতা ফিরিয়ে আনার জন্য দেশনায়ক তারেক রহমান যে বার্তা দিয়েছেন সেটি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধারাবাহিকভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার অবৈধ, তামাশা ও প্রহসনের একদলীয় নির্বাচনকে বৈধ করার জন্য সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী সহ সবাইকে তাদের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের দ্বারা বল প্রয়োগ করে, হামলা-মামলার ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে নিতে চায়। কিন্তু সাধারণ মানুষ এখন সচেতন, তারা না খেয়ে থাকলেও এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনকে অনেক আগেই বর্জন করেছে। লক্ষ মানুষের রক্তে অর্জিত এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করার জন্য সাম্য ও মানবিক, স্বনির্ভর, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সবাইকে এই প্রহসনের নির্বাচনকে বর্জন করার আহ্বান জানাই।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ভোট চাওয়ার যেমন অধিকার আছে, তেমনি একতরফা বা ত্রুটিপূর্ণ নির্বাচনে না যাওয়ার, ঐ ভোট বয়কট করার এবং জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানোর অধিকারও রাজনৈতিক দলগুলোর রয়েছে। ডামি নির্বাচন কমিশন সেই অধিকার খর্ব করেছে।

তিনি আরও বলেন, হারানো বাংলাদেশ ফিরে পেতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও অন্যান্য গণতন্ত্রকামী বিরোধী দলগুলো যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তা সফল করে অবৈধ সরকারকে বিতাড়িত করে, নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন পরিচালনার জন্য, আগামীর প্রতিটি আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার সর্বোচ্চটা দিতে প্রস্তুতি রয়েছে।

এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি এম এ ফয়েজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরন, সহ সাধারণ সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, মাহবুব আলম, ফয়সাল মুরাদ, রাহাত, মেহেদী, আয়াত, সোহেল, সদস্য রায়হান, আনোয়ার প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.