চবিতে বিতর্কিত শিক্ষক নিয়োগ স্থগিত চেয়ে ইউজিসির চিঠি
চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা ও আইন বিভাগের বিতর্কিত চলমান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার (০৩ ডিসেম্বর) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘গ’ সুরোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস- ৯ (সংবিধি-৯) যথাযথভাবে প্রতিপালন না করে বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে মর্মে কমিশনের নিকট প্রতীয়মান হয়। এবং বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস-৯ যথাযথভাবে প্রতিপালন না করে বাংলা ও আইন বিভাগসহ যেসকল বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে সেসকল বিভাগে শিক্ষক নিয়োগের চলমান কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হলো। একইসাথে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় গৃহীত ব্যবস্থা জরুরী ভিত্তিতে কমিশনকে লিখিতভাবে অবহিত করার অনুরোধ করা হলো।
উল্লেখ্য, বিভাগীয় পরিকল্পনা কমিটির ‘না’ করা সত্ত্বেও চবিতে বাংলা বিভাগে ৭জন ও আইন বিভাগে ২জন শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত বছরের ১৭ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করে চবি শিক্ষক সমিতি। পরবর্তীতে অনশন কর্মসূচি ও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষক সমিতি। বিষয়টি আলোচিত হলে ১৯ ডিসেম্বর বিতর্কিত নিয়োগের ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দেয় ইউজিসি।