The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

এক নজরে কুবির-২৩ঃ বিতর্কে শুরু বিতর্কেই শেষ

হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবিঃ বিদায় নিচ্ছে ২০২৩। বিদায়ী বছরজুড়ে নানা ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশজুড়ে আলোচনায় থেকেছে বিশ্ববিদ্যালয়টি। বছরজুড়ে কুবির আলোচিত কয়েকটি ঘটনা নিয়ে কুবির সালতামামি-২০২৩।

বিতর্কিত শিক্ষক নিয়োগ:

নানা অনিয়ম ও আপত্তির পরও মার্কেটিং বিভাগের বিতর্কিত প্রার্থী আবু ওবায়দা রাহিদকেই শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। ভাইবা বোর্ডে বাদ দেওয়া হয়েছে অধিক যোগ্য প্রার্থীদের। এই প্রার্থীকে নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন এক বোর্ড সদস্য।

আইন বহির্ভূত চেয়ারম্যান নিয়োগ:

আইন না মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চার বিভাগের বিভাগীয় প্রধানকে পুনর্বহালের অভিযোগ উঠে কুবি প্রশাসনের বিরুদ্ধে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে। তবে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটি প্রশাসনিক সিদ্ধান্ত। যা কিছু করা হয়েছে তা আইন মেনেই করা হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ইরফান:

৩০ সেকেন্ডে ৬৫ বার এবং ১ মিনিটে ১২৫ বার ড্রাম ঠিক ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। অল্প সময়ে সর্বোচ্চবার ড্রাম স্টিক ঘুরিয়ে এই রেকর্ড গড়েন তিনি। নতুন রেকর্ড সৃষ্টিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার।

এপিএ মূল্যায়নে ১৩ ধাপ উন্নতি:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ১৩ ধাপ এগিয়ে দশম স্থানে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর আগের বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২৩তম।

সাংবাদিক বহিষ্কারে তোলপাড় মিডিয়া:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতি নিয়ে দেয়া বক্তব্য ধরে সংবাদ প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক ইকবাল মানোয়ার রুদ্রকে প্রথমে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই দেশব্যাপী শুরু হয় তোলপাড়, দাবি উঠে বহিষ্কারাদেশ প্রত্যাহারের।

উপাচার্যের গাড়িবিলাস

বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের মোটরযান অকেজো ঘোষণাকরণ নীতিমালা অনুযায়ী পুরনো গাড়ি অকেজো ঘোষণা না করা এবং ইউজিসির অনুমোদন ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন গাড়ি ক্রয়ের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের বিরুদ্ধে।

শিক্ষার্থী হত্যা মামলার আসামিকে নিয়োগ

খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার আসামিকে নিয়োগ দিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁর নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছ। তবে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হওয়ায় এক সিন্ডিকেট সদস্য তাঁর নিয়োগে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানিয়েছেন।

ভাইস চ্যান্সেলর স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদের ১৯টি বিভাগের ৪২৯ জন শিক্ষার্থী পাচ্ছেন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। মেধাবী, অসচ্ছল, স্পোর্টসসহ মোট পাচঁ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

গেস্ট হাউস কুক্ষিগত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৎকালীন উপাচার্য ড. মো. আলী আশরাফের সময়ে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে রাজধানীর কমলাপুরে একটি গেস্ট হাউজ ক্রয় করা হয় বিশ্ববিদ্যালয়ের জন্য। যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-কর্মকর্তাদের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া হয়। ব্যবস্থা ছিল জরুরি সভার আয়োজনেরও। তবে বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন ব্যতীত কেউই যেতে পারেন না সেখানে। চাবিও রয়েছে তার নিজের নিয়ন্ত্রণে।

অকেজো ডরমিটরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য নবনির্মিত ডরমেটরি উদ্বোধনের ১১ মাস পরেও চালু হয়নি। গেল বছরের ১৯ জানুয়ারি ডরমিটরিউদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষকদের মারামারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো.আবু বক্কর সিদ্দীককে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী মোর্শেদ কাজেম এর বিরুদ্ধে।

ইউজিসি সদস্য হলেন উপাচার্য

উপাচার্য হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খ-কালীন সদস্য হওয়ার সুযোগ থাকলেও ডিন হিসেবেই এ সুযোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। ইউজিসির আদেশ অনুযায়ী, পালাক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন অথবা জ্যৈষ্ঠ অধ্যাপকের খন্ডকালীন সদস্য হওয়ার কথা রয়েছে। তবে উপাচার্য এ সুবিধা নেওয়ায় বঞ্চিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, ইউজিসির আইনে পদটি শিক্ষকদের প্রতিনিধির জন্য রাখা হলেও উপাচার্য নিজ ক্ষমতাবলে শিক্ষকদের বঞ্চিত করেছেন।

বিজয় দিবসের খাবার নিয়ে মারামারি

বিজয় দিবসের খাবার নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন

প্রতিষ্ঠার ১৭ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়েছে স্পোর্টস কমপ্লেক্স। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

ক্রিক হিরোজো দেখা যাবে স্কোর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্বের যেকোনো স্থান থেকে আন্তঃবিভাগ ক্রিকেট খেলার ফলাফল দেখার জন্য ‘CricHeroes’ নামক অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র। যে কেউ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে অ্যাপটি।

শিক্ষাছুটি ছাড়াই কুবি প্রক্টরের পিএইচডি, গ্রহণও করল বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভারপ্রাপ্ত প্রক্টর ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীর পিএইচডি ডিগ্রি (ডক্টর অফ ফিলোসোফি) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার এই ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে নথিভুক্তকরণ নিয়ে সিন্ডিকেটে যাচাই-বাছাই কমিটি সুপারিশ না করলেও উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের নির্দেশে তা নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.