The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বিজয় দিবসে যবিপ্রবি ডিবেট ক্লাবের নানা আয়োজন

যবিপ্রবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) প্রদর্শনী বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবি ডিবেট ক্লাব। বিজয়ের ৫২ বছর উপলক্ষ্যে প্রতিযোগিতার নামকরণ করা হয় ‘বিজয় ৫২’।

শনিবার (১৬ ডিসেম্বর) যবিপ্রবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ‘বিজয়-৫২’ প্রতিযোগিতার প্রথম ধাপে সকাল সাড়ে দশটায়(১০:৩০) অনুষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী ও সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা ও দ্বিতীয় ধাপে দুপুর সাড়ে বারোটায়(১২:৩০) উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিজয়-৫২ অনুষ্ঠানের তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘এই সংসদ বাংলাদেশের নতুন শিক্ষাক্রমকে সমর্থন করে’ বিষয়ে এশিয়ান পার্লামেন্টারি প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে৷

বিজয়-৫২ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মোঃ মজমুল ইসলাম, দ্বিতীয় ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স(পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন ও তৃতীয় ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স(এফএমবি) বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান দিশা।

এদিকে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসাইন, দ্বিতীয় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং(বিএমই) বিভাগের শিক্ষার্থী সুহরাত তাহসিন ও তৃতীয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান। প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়-৫২ প্রতিযোগিতায় বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমই বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ, যবিপ্রবি ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ফরিদ আহমেদ সাকিব ও যবিপ্রবি ডিবেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: তারেকুজ্জামান।

বিজয় দিবসে এমন আয়োজন সম্পর্কে ডিবেট ক্লাবের সভাপতি বলেন, বিজয় সহজে আসেনি। এটি অর্জিত হয়েছিল ত্যাগের মাধ্যমে, অবিচল ঐক্যের মাধ্যমে, “জয় বাংলা”র শক্তিতে অবিচল বিশ্বাসের মাধ্যমে। তরুণ প্রজন্ম যেন বিজয়ের শক্তি কে আকড়ে ধরে তারই লক্ষ্যে যবিপ্রবি ডিবেট ক্লাবের এই আয়োজন।

বিজয় দিবসে এমন আয়োজন সম্পর্কে ডিবেট ক্লাবের সাধারন সম্পাদক মো: নাঈম জামান বলেন, বাংলাদেশ আজ বিজয়ের বায়ান্নো বছর অতিক্রম করেছে সফলতার সাথে। মহান বিজয় দিবসের এই আনন্দঘন মুহুর্তে যবিপ্রবি ডিবেট ক্লাব শ্রদ্ধাভরে স্বরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল বীর বাঙালিকে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গঠনের লক্ষ্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন সামনে রেখে বিজয় দিবসে যবিপ্রবি ডিবেট ক্লাব আয়োজন করে প্রদর্শনী বিতর্ক, কুইজ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এই আয়োজনে দিনব্যাপী যবিপ্রবির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরাও গর্বিত। আর সম্পূর্ণ অনুষ্ঠানে সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.