The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

গবেষণা ও লিডারশীপ প্রেরণা নিয়ে বাকৃবিতে ইয়াসের দুইদিন ব্যাপী প্রোগ্রাম

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোটিভেশনাল উইকেন্ড এন্ড নিয়ারেস্ট রিসার্চ ফিল্ড ভিসিট শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার এন্ড রিলেটেড সাইন্স (ইয়াস), বাকৃবি শাখা। প্রোগ্রামটি শুরু হয় ১৪ ডিসেম্বর।

ইয়াস বাংলাদেশ বাউ কর্তৃক আয়োজিত ওই প্রোগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্রোগ্রামটির প্রজেক্ট কোওর্ডিনেটর হিসেবে ছিলেন ইয়াস বাংলাদেশের কোষাধ্যক্ষ মালিহা তানভীন প্রাপ্তি।

জানা যায়, প্রোগ্রামটিতে মূলত কৃষিতে লিডারশীপ তৈরি , মোটিভেশন, রিসার্চ বিষয়ক জ্ঞান বৃদ্ধি বিষয়ক সেশন, ট্রেনিং, ল্যাব পরিদর্শন, ফিল্ড পরিদর্শন এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

প্রোগ্রামটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। এছাড়াও প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী।

স্পিকার হিসেবে ছিলেন এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড.মাহবুবুর রহমান, হর্টিকালচার বিভাগের ড. মো.কামরুল হাসান। ট্রেইনার হিসেবে ছিলেন ই-কৃষি ক্লিনিকের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মো.মোমিন সরকার এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।

এছাড়াও প্রোগ্রামটির অরগেনাইজার হিসেবে ছিলেন ইয়াস বাংলাদেশ বাউয়ের লোকাল ডিরেক্টর আলিফ আল সাউদ, ভাইস ডিরেক্টর অফ কমিনিউকেশন মো: তামিম রাজ, ভাইস ডিরেক্টর অফ এক্সটার্নাল রিলেশনের এস.এম সাজ্জাদ উল ইসলামসহ আরও অনেকে।

উল্লেখ্য, ইয়াস একটি ইন্টারন্যাশনাল ছাত্র সংস্থা যেটি এগ্রিকালচার এবং এগ্রিকালচার সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের একতাবদ্ধ করে কৃষিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। বিশ্বের ৫৭ টি দেশের এর কার্যক্রম চলমান। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশের ১৩ টি বিশ্ববিদ্যালয়ে সংস্থাটির লোকাল কমিটি রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.