চাঁবিপ্রবি প্রতিনিধি: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস কমিনিকেশনের কোর্স কারিকুলামের অংশ হিসাবে নিজের হাতে করা পোস্টার তৈরি উপস্থাপন করেছে শিক্ষার্থীরা।বিভিন্ন কালারের কাগজে হাতে একেঁ তথ্য ও চিত্র মাধ্যমে বিষয়গুলোকে বিস্তারিত তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক কাজে উৎসাহী করতে এই আয়োজন ছিল ব্যবসায় প্রশাসন বিভাগের ব্যবসায় কমিনিউকেশন কোর্সের।
বুধবার (১৩ ডিসেম্বর) ব্যবসায় প্রশাসন বিভাগের ক্লাস রুমে দলভিওিক হিসাবে একে একে শিকার্থীরা উপস্থাপন করে।
শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে নানা কার্যক্রমের ধারাবাহিকতায় পোস্টার প্রেজেন্টেশনের বিষয় নির্ধারন করা হয় ব্যাংকিং সেক্টরে যোগাযোগ মাধ্যম। যেখানে শিক্ষার্থীরা ব্যাংকিং সেক্টরের যোগাযোগের বিভিন্ন দিক তুলে ধরে।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: নাইমুর রহমান নিয়ামুল বলেন ” আমরা এই পোস্টার প্রেজেন্টশনের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি।আমরা তথ্য সংগ্রহের জন্য ব্যাংকে গিয়েছি, সেখানে ম্যানেজার, গ্রাহকদের কাছ থেকে কথা বলে তথ্য গুলো সংগ্রহ করি এবং পোস্টার মাধ্যমে উপস্থাপন করেছি। ফলে নতুন অভিজ্ঞতা গ্রহন করেছি, অনেক অজানা তথ্য জানতে পেরেছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের বিজনেস কমিনিউকেশন কোর্সের শিক্ষক মো: বাইজীদ আহম্মেদ রনি স্যারকে, এত সুন্দর একটি কাজ দেওয়ার জন্য। উদ্ভাবনী ও বিশ্লেষণাত্মক চিন্তা-ভাবনার এ ধরনের কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি।
চাঁবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো: বাইজীদ আহম্মেদ রনি রাইজিং ক্যাম্পাস প্রতিনিধিকে বলেন, “আমি সব সময় শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যাকে বাস্তবতার সাথে মিলয়ে শেখানোর চেষ্টা করি। কমিউনিকেশন মেথডের উপর পোস্টার প্রেজেন্টেশনও তেমনই একটি প্রচেষ্টা, যেখানে শিক্ষার্থীরা বেশ কিছু ব্যাংকের যোগাযোগ পদ্ধতির উপর ডেটা কালেকশন করে এবং ডেটা এনালাইসিস করে প্রাপ্ত রেজাল্টকে পোস্টারে প্রেজেন্ট করেছে। শিক্ষার্থীরা “বিজনেস কমিউনিকেশন” কোর্সটি যাতে প্র্যাক্টিক্যালি শিখতে পারে তাই আমি এমন একটি পোস্টার প্রেজেন্টেশন নিয়েছি এবং শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে কাজ করে তাদের শিখন সম্পন্ন করেছে”।