The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার পরিকল্পনা, জানা যাবে পরশু

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতে নেয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে মঙ্গলবার মিটিং সিদ্ধান্ত হতে পারে।

রোববার (১০ ডিসেম্বর) রাইজং ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

তিনি বলেন, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় পরীক্ষাগুলো আমরা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার পরিকল্পনা করেছিলাম আগেই। তবে এব্যাপারে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক পরবর্তী সভায় এ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরো বলেন, তবে প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেয়া হবে সেটাও মিটিংয়ের পর জানা যাবে।

এবারের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা বিষয়ক কোর- কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন।

এবার দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার বিষয়ে জানানো হলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট মহল। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তাদের ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এবারো ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ঢাবির পরীক্ষা। ফলে গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি গুচ্ছ পদ্ধতিতেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.