ইবি প্রতিনিধি: ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার’ প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ এবং ল’ এন্ড ল্যান্ড বিভাগের সভাপতি সাহিদা আখতার।
পরে ’ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বক্তব্য প্রদান করেন।