ঢাকা বোর্ডে কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু করেছে ঢাকা শিক্ষাবোর্ড। গত ৬ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ জুনয়ারি পর্যন্ত। শুধু অনলাইনে কলেজ পরিবর্তনের ইটিসির আবেদন করা যাবে। আর বোর্ড পরিবর্তনের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অনলাইনে কলেজ পরিবর্তন ও ম্যনুয়ালি বোর্ড পরিবর্তনের আবেদন করতে পারবেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের অনলাইনে প্রতিষ্ঠান পরিবর্তনের আবেদন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং টিসির মাধ্যমে কাঙ্ক্ষিত উভয় কলেজে পঠিত বিষয়গুলো একই হতে হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ইটিসি (eTC) অপশনে গিয়ে আবেদন করা যাবে।
টিসি আবেদনের ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের ফিও ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয় পরিবর্তনে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তনের ৮০০ টাকা ও ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি দিতে হবে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না।